নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানান, ‘নিউ ইয়র্ক টাইমস অনেক দিন ধরে আমার বিরুদ্ধে অবাধে মিথ্যা বলেছে, অপবাদ দিয়েছে এবং আমাকে অপমান করেছে। তবে আর নয়, এখনই তা বন্ধ করতে হবে।’
 
তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রতি টাইমসের সমর্থনের কথা উল্লেখ করে বলেন যে, এটি ‘র‍্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র হয়ে উঠেছে।’
 
ট্রাম্প আরও বলেন, রিপাবলিকানদের শক্ত ঘাঁটি ফ্লোরিডায় তার মামলা শুরু হচ্ছে।
 
বিবিসি জানায়, ট্রাম্প দীর্ঘদিন ধরেই বামপন্থি সংবাদমাধ্যমগুলোকে তার প্রেসিডেন্সির  প্রতিকূল বলে মনে করে অসন্তোষ প্রকাশ করে আসছেন।
 
এটিই প্রথমবার নয় যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছেন।

২০২৩ সালে, একজন বিচারক নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের দায়ের করা একটি মামলা খারিজ করে দেন, এই বলে যে মামলার দাবিগুলো সাংবিধানিক আইনের বিষয় হিসাবে ব্যর্থ।

ট্রাম্প ২০২৩ সালে আরেকটি মানহানির মামলাও হেরে যান, যখন তিনি অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করার অভিযোগে সিএনএনের বিরুদ্ধে মামলা করার ব্যর্থ চেষ্টা করেছিলেন। পরে একজন ফেডারেল বিচারক ৪৭৫ মিলিয়ন ডলার মূল্যের মামলা খারিজ করে দেন।

আমার বার্তা/এল/এমই