বাংলাদেশ ভ্রমণে কানাডার সর্বোচ্চ সতর্কতা জারি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কানাডা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। যার অর্থ নাগরিকদের উচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি। তবে পার্বত্য চট্টগ্রামে লাল চিহ্ন দেয়া হয়েছে, যার মানে এই এলাকায় ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার নির্দেশ।
বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের কথা মাথায় রেখে এই দেশ ভ্রমণে উচ্চ মাত্রায় সতর্ক থাকুন। দেশটিতে যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে।
কানাডার সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করা হয়।
পার্বত্য তিন জেলায় যেকোনো ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।’
আমার বার্তা/এল/এমই