ইউরোপের দেশ জার্মানিতে বেড়েই চলেছে মানবপাচার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:০১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইউরোপের দেশ জার্মানিতে বেড়েই চলেছে মানবপাচারের ঘটনা। জার্মান পুলিশের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে দেশটিতে রেকর্ড সংখ্যক মানবপাচারের ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান বলছে, গত বছর জার্মানিতে কমপক্ষে ৮৬৮টি মানবপাচারের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় অর্ধেকের মতো ভুক্তভোগী পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে এসেছেন।

পাচারের অনেক ঘটনায় ভুক্তভোগী পক্ষের কেউ পুলিশের কাছে রিপোর্ট করেন না। তাই সমস্যার প্রকৃত মাত্রা নির্ণয় করাও কঠিন হয়ে পড়ে।

অনুমান করা হয়, রিপোর্ট না হওয়া পাচারের সংখ্যা নেহাত কম নয়। কারণ, পাচারের শিকার অনেক বিদেশি নাগরিকেরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন, শঙ্কায় থাকেন।

এসব তথ্য সামনে এনেছে জার্মানির মানবপাচারবিরোধী ফেডারেল কো-অর্ডিনেশন গ্রুপ (কেওকে)। মানবপাচার ও সংশ্লিষ্ট অপরাধে ভুক্তভোগীদের পরামর্শ দিয়ে থাকে এই সংস্থাটি। পাচারের তথ্য সংগ্রহ করার ক্ষেত্রেও তাদের রয়েছে নিজস্ব পদ্ধতি।

জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের মতে, সংখ্যাটি কিছুটা কম। তারা বলছে, ২০২৪ সালে ৬৫০টি মানবপাচার সংক্রান্ত মামলার বিচার কাজ চলছিল। এগুলোর মধ্যে ৫৭৬টি ওই বছরে নিষ্পত্তি হয়েছে।

কেওকে বলছে, জার্মানিতে মানবপাচার সংশ্লিষ্ট বেশিরভাগ ঘটনাই যৌন শোষণের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে জোরপূর্বক দেহব্যবসাও রয়েছে। ফলে, নারীরাই বেশি ভুক্তভোগী হচ্ছেন।

আমার বার্তা/এল/এমই