এপেক সম্মেলনে আলাদা বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আগামী ৩০ অক্টোবর এপেক সম্মেলনের সাইড লাইন বৈঠকে তারা আলোচনার জন্য সম্মত হয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বৈঠকের নিশ্চয়তার মাধ্যমে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ কিছুটা স্তমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালের পর এই প্রথম দুই নেতা মুখোমুখি সাক্ষাৎ করবেন। দুই পক্ষের পাল্টাপাল্টি চড়া শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের জেরে বিশ্ব বাণিজ্যে এর প্রভাব স্পষ্ট হচ্ছে। নানা বিতর্কের পর চীনা পণ্যে ৩৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। চীন প্রাথমিক প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানালেও পরে তা কমিয়ে ১০ শতাংশে সীমাবদ্ধ করেছিল।

কিন্তু পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণার পর সম্প্রতি আবার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন চীন তাদের বিরল খনিজ (রেয়ার আর্থ মিনারেলস) রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা যদি শিথিল না করে তবে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এপেক সম্মেলনে যোগ দেওয়ার আগে এশিয়া সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম তিনি এশিয়া সফরে আসছেন। এশিয়া সফরে মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপি'র তথ্য মতে, মালয়েশিয়ায় ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি মালয়েশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তির জন্য চেষ্টা করবেন। 

এরপর ট্রাম্পের গন্তব্য হবে জাপান। সেখানে সদ্য দায়িত্ব নেওয়া দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ এবং প্রতিরক্ষা ব্যয় বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে।  

আমার বার্তা/এল/এমই