রুবিওর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাণিজ্যচুক্তি নিয়ে জট কাটবে?

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বার্ষিক সম্মেলনে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর এই সম্মেলনের ফাঁকেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন তিনি।

সেখানে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যচুক্তি আলোচনা নিয়েও কথা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের কথা নিজেই সামনে এনেছেন এস জয়শঙ্কর। সোমবার জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজ সকালে কুয়ালালামপুরে মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

এছাড়াও রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণন এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিওর সঙ্গেও নানা দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে জয়শঙ্করের।

উল্লেখ্য, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চূড়ান্ত সিদ্ধান্তের ‘বেশ কাছাকাছি’ রয়েছে দুই দেশ। চুক্তির প্রথম পর্যায়ে এখনও পর্যন্ত পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়েছে। এমন অবস্থায় রুবিওর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন অনেকে।

এছাড়া আসিয়ান সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মালয়েশিয়ায় এসেছেন। প্রথমে শোনা গিয়েছিল, আসিয়ান সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।

তবে মোদি এ বছর আসিয়ান সম্মেলন এড়িয়ে গেছেন। রোববার ভার্চুয়াল মাধ্যমে ভাষণও দিয়েছন তিনি। মোদি বলেছেন, “একবিংশ শতাব্দী আমাদের শতাব্দী। এটা ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলোর।”


আমার বার্তা/এমই