পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহর দখল করলো রাশিয়া
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পূর্ব ইউক্রেনের খারকিভের এক গুরুত্বপূর্ণ শহর কুপিয়ানস্ক পুনর্দখল করেছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ নভেম্বর) শহরটির নিয়ন্ত্রণ নেয়ার নেয়ার দাবি করেছে রুশ সেনাবাহিনী। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এই দাবি নাকচ করে দিয়েছে। খবর রয়টার্সের।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমদিকেই কুপিয়ানস্ক শহরটি মস্কোর দখলে চলে যায়। কিন্তু কয়েক মাস পরে সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী রেলপথের এই কেন্দ্রটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। সম্প্রতি ইউক্রেন ধীরে ধীরে কুপিয়ানস্ক থেকে আস্তে আস্তে সেনা সরিয়ে নিচ্ছিল। এই সুযোগেই রুশ সেনাবাহিনী শহর দখলে হামলা জোরদার করে।
বৃহস্পতিবার রুশ সেনা কমান্ডার সের্গেই কুজোভলেভ এক ঘোষণায় বলেন, রুশ বাহিনী ‘কুপিয়ানস্ক শহর মুক্ত করার কাজ সম্পন্ন করেছে’। তিনি শহরটিকে ‘ইউক্রেনের প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শহরটি পরিদর্শনের যাওয়ার আহ্বান জানান।
ইউক্রেন যুদ্ধের অবসানে যখন যুক্তরাষ্ট্র সমর্থিত একটি শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, তখন রুশ বাহিনীর এই শহর দখলের খবর সামনে এলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়ার সঙ্গে মিলে গোপনে নতুন একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র।
ওই প্রস্তাব অনুযায়ী, মস্কোর কাছে ভূমি ছেড়ে দেয়ার মতো কিছু কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে পারে ইউক্রেন। প্রস্তাবটি এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে পৌঁছেছে। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তিনি রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের সাথে কাজ করতে প্রস্তুত।
আমার বার্তা/এল/এমই
