সাবেক আইএসআই প্রধানের ১৪ বছরের কারাদণ্ড
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) ফয়েজ হামিদকে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, পাকিস্তান সেনাবাহিনী আইনের অধীনে ২০২৪ সালের ১২ আগস্ট থেকে কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু হয়, যা টানা ১৫ মাস ধরে চলে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চারটি গুরুতর অভিযোগে ফয়েজ হামিদকে দোষী সাব্যস্ত করা হয়।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে—
রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থবিরোধীভাবে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, কর্তৃত্ব ও সরকারি সম্পদের অপব্যবহার, এবং ব্যক্তি পর্যায়ে অন্যায়ভাবে ক্ষতি সাধন।
আইএসপিআর এই বিচার প্রক্রিয়াকে 'দীর্ঘ ও শ্রমসাধ্য' বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকেই তার সাজা কার্যকর করা হয়েছে।
ফয়েজ হামিদ পাকিস্তানের সাম্প্রতিক রাজনীতিতে অন্যতম বিতর্কিত সামরিক কর্মকর্তাদের একজন। তার বিরুদ্ধে অভিযোগগুলো নিয়ে পাকিস্তানে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।
আমার বার্তা/জেএইচ
