পেট্রোল-অকটেন কখন ভরতে হয় জানেন না বেশিরভাগ মানুষ
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৬:৫২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

গাড়ি কিংবা বাইকের জ্বালানির বিষয়ে সচেতন চালক মাত্রই চান, যেন তার ট্যাংকে ঢোকে সেরা মানের ও বিশুদ্ধ ফুয়েল। কিন্তু অনেকের মনেই প্রশ্ন—পেট্রোল বা অকটেন কখন ভরলে ভালো? সকাল না বিকাল? অনেক চালকই বলেন, সকালে জ্বালানি ভরলে ভালো, আবার কেউ বলেন সময়ের কোনো সম্পর্ক নেই। তাহলে আসল সত্যি কী?
সকালে জ্বালানি ভরার কারণ: মজুত ট্যাংকের তাপমাত্রা
ফুয়েল স্টেশনগুলোর নিচে বড় আন্ডারগ্রাউন্ড ট্যাংকে পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হয়।
গবেষণায় দেখা গেছে:
সকালে (বিশেষ করে ভোরে) মাটির নিচের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে। ফলে তেলের ঘনত্ব বেশি থাকে।
ঘনত্ব বেশি মানে প্রতি লিটারে একটু বেশি ‘শক্তি’ পাওয়া যায়।
দুপুরের দিকে বা প্রচণ্ড গরমে তেল কিছুটা সম্প্রসারিত হয়, ফলে ভলিউম বাড়লেও কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে।
সুতরাং, খুব সূক্ষ্ম দিক দিয়ে দেখলে, ভোর বা সকালবেলায় জ্বালানি ভরাই অধিক উপকারী।
জ্বালানির বিশুদ্ধতা: কখন বেশি পাওয়া যায়?
সঠিক সময়ে জ্বালানি ভরার পাশাপাশি স্টেশনের মান ও রিফুয়েলিং প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ:
বিকালের দিকে কিছু কিছু স্টেশনে নিচের জমা ময়লা বা পানি জ্বালানির সঙ্গে আসার সম্ভাবনা থাকে, যদি ওই দিন নতুন তেল মজুত করা হয়ে থাকে।
সকালবেলা তেল বেশি স্থির থাকে। রাতে ময়লা বা তলানার অংশ নিচে জমে যায়, তখন তেল তুলনামূলক পরিষ্কার হয়।
সঠিক রিফুয়েলিং সিস্টেম: কীভাবে বুঝবেন ভালো তেল দিচ্ছে কিনা?
১. পেট্রোল পাম্পের মান যাচাই করুন
সরকারি অনুমোদন আছে কিনা দেখুন
নিয়মিত পরিমাপ যন্ত্র ক্যালিব্রেশন হয় কিনা জিজ্ঞাসা করুন
পাম্পে ‘ডিপ টেস্ট’ ও ‘লিটার টেস্ট’ করার সুযোগ থাকে কিনা খেয়াল করুন
একই নির্ভরযোগ্য পাম্প থেকে জ্বালানি নিন
অভিজ্ঞ চালকেরা সাধারণত নির্দিষ্ট কিছু পাম্পকেই বিশ্বাস করেন
ট্যাংক ভর্তি না করে নির্ধারিত লিটার অনুযায়ী নিন
অনেক চালক বলেন, ‘টাকা অনুযায়ী’ নয়, বরং ‘লিটার অনুযায়ী’ তেল নিন। এতে প্রতারণার সুযোগ কমে।
নতুন তেল আসার সময় জ্বালানি নেবেন না
যখন ট্যাংকে নতুন পেট্রোল ঢালছে, তখন নিচের ময়লা মিশে যেতে পারে। সে সময় জ্বালানি না নেওয়াই ভালো।
জ্বালানি ভরার সময় সকালে যাওয়াই অধিক লাভজনক ও নিরাপদ। তবে সময়ের পাশাপাশি পেট্রোল পাম্পের মান, পরিমাপ পদ্ধতি এবং ফুয়েলের বিশুদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। নিজের গাড়ির দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা এবং নিরাপত্তার স্বার্থে সচেতন থাকা জরুরি।