নতুন ভিডিও অ্যাপ আনলো ওপেনএআই
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ভিডিও তৈরির সুযোগ করে দিতে নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ আনলো স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই। ‘সোরা’ নামে এই অ্যাপে টিকটক কিংবা ইনস্টাগ্রামের রিলসের মতোই শর্ট ভিডিও বানানো যাবে।
এই অ্যাপ দিয়ে ছোট্ট ভিডিও বানানো যাবে এআই ব্যবহার করে। অন্য ব্যবহারকারীরাও সেই ভিডিও ব্যবহার করে নতুন ক্লিপ তৈরি করতে পারবেন। তবে, অশ্লীল কিংবা প্রতিহিংসামূলক ভিডিও বানানো যাবে না।
অ্যাপটির প্রধান আকর্ষণ ‘ক্যামিও’ নামের একটি ফিচার। এর মাধ্যমে বন্ধুদের তো বটেই, অনুমতি থাকলে অন্য যে কাউকেই ভিডিওতে যোগ করা যাবে।
তবে সেক্ষেত্রে যার মুখ ব্যবহার করা হবে, তিনিও ভিডিওটির ‘কো-ওনার’ হবেন। তিনি ভিডিওটির ‘অ্যাক্সেস’ নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি ভিডিওটি ডিলিট করেও দিতে পারবেন। চাইলেই কারও অনুমতি ছাড়া তার মুখ ব্যবহার করা যাবে না।
রিমিক্স নামে রয়েছে আরও একটি ফিচার। এটির সাহায্যে ব্যবহারকারীরা যে কোনো ট্রেন্ডিং ভিডিও বানাতে পারবেন। তবে ভিডিওগুলোর দৈর্ঘ্য ১০ সেকেন্ডের বেশি হবে না।
আমার বার্তা/এল/এমই