নোটস ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কাজের আলোচনা হোক বা ব্যক্তিগত কথা-বর্তমানে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। তাই ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে সংস্থাটি নিয়মিত নতুন ফিচার যুক্ত করে চলেছে।
এক দশক আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের সম্পর্কে ছোট টেক্সট আপডেট দেওয়ার জন্য সাধারণ টেক্সট স্ট্যাটাস ফিচার ব্যবহার করতেন। পরে সেই ফিচার সরিয়ে রাখা হয়। তবে এবার সংস্থাটি সেই পুরোনো ফিচারটিকেই আধুনিক রূপ দিয়ে নতুনভাবে ফিরিয়ে আনা হয়েছে, যা ব্যবহারকারীদের সহজে নিজেদের মতামত, ব্যস্ততা বা অনুভূতি প্রকাশের সুযোগ দেবে।
ইনস্টাগ্রামের নোটস ফিচারের মতোই হোয়াটসঅ্যাপ চালু করছে নতুন ফিচার ‘অ্যাবাউট’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট টেক্সট আপডেট দিতে পারবেন, যা শুধুমাত্র কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই দেখতে পাবেন।
মেটার অধীনস্থ হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পুরোনো ইউজাররা হয়তো আগে থেকেই ‘অ্যাবাউট ‘ফিচারটির নাম শুনেছেন, কিন্তু এবার এটি নতুনভাবে চালূ করা হচ্ছে আরও উন্নত নিরাপত্তা ও সহজ ব্যবহারের সুবিধা নিয়ে। নতুন সংস্করণে এই ফিচার বেশি দৃশ্যমান হবে এবং ব্যবহারে সুবিধাও বাড়বে।
নতুন অ্যাবাউট স্ট্যাটাস ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, ঠিক ইনস্টাগ্রাম নোটসের মতো। তবে চাইলে ব্যবহারকারীরা টাইমার সেট করে নিজের সুবিধামতো মেয়াদও নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি রয়েছে প্রাইভেসি নিয়ন্ত্রণের সুযোগ, অর্থাৎ কারা কারা অ্যাবাউট স্ট্যাটাস দেখতে পারবেন তা নিজেই ঠিক করতে পারবেন ব্যবহারকারী।
যাদের ব্যস্ততার কারণে অনেকসময় মেসেজ দেখার সুযোগ হয় না, তারা অ্যাবাউট -এ লিখে রাখতে পারবেন। ফলে অন্যরা বুঝতে পারবেন তিনি ব্যস্ত আছেন। চাইলে এখানেই অনুভূতি, চিন্তা বা ছোট বার্তাও শেয়ার করা যাবে।
যেভাবে অ্যাবাউটে লিখবেন
১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. এরপর নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। সেখানে ‘অ্যাবাউট’ সেকশন খুলে যাবে। এখন আপনি যা জানাতে চান, সেই লিখাটি সেখানে টাইপ করুন।
৩. তারপর ঠিক করুন- কে কে আপনার অ্যাবাউট দেখতে পারবে। অল কনট্যাক্ট, সিলেক্ট কনট্যাক্ট, হাইট স্পেসিফিক কনট্যাক্ট তিনটি অপশন থাকবে। এরপর অ্যাবাউট স্ট্যাটাস কতক্ষণ দৃশ্যমান থাকবে তা নির্ধারণ করুন।
৪ সবশেষে পোস্ট বাটনে ট্যাপ করুন। তাহলেই আপডেট হয়ে যাবে আপনার অ্যাবাউট স্ট্যাটাস।
হোয়াটসঅ্যাপে প্রিয়জন ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ফিচার
আমার বার্তা/এল/এমই
