এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে বিটিআরসির সঙ্গে বৈঠক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম সংস্কারের দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে বৈঠকে বসেছেন মোবাইল ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার পর মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে যান। এরপর সাড়ে ১১টার দিকে আলোচনার জন্য ১০ সদস্যের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেন।
মোবাইল ব্যবসায়ীদের দাবি, হ্যান্ডসেট নিবন্ধন বা এনইআইআর সিস্টেম এক বছর পর চালু করা হোক। করফাঁকি দিয়ে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেট শুল্ক দিয়ে বৈধ করার সুযোগ চান তারা। বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে ৫৮ শতাংশ শুল্ক কমানোর দাবিও তাদের।
তবে এনইআইআর সিস্টেম ১৬ ডিসেম্বর চালুর বিষয়ে অনড় রয়েছে সরকার।
এর আগে সম্প্রতি বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী জানিয়েছিলেন, এনইআইআর সংক্রান্ত সকল জটিলতা নিরসনে বিটিআরসিতে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত), অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আজ সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আমার বার্তা/এল/এমই
