ছাত্র আন্দোলনের মামলায় আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও কিশোর গ্যাং সংশ্লিষ্ট মামলায় আসামিদের পক্ষে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লার সরকারি কৌঁসুলিরা।
সোমবার (২৮ এপ্রিল) কুমিল্লা জেলা জিপি মো. তারেক আবদুল্লাহ এবং পিপি মো. কাইমুল হক রিংকু স্বাক্ষরিত এক নির্দেশনায় এ অনুরোধ জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, কুমিল্লার সকল সরকারি আইন কর্মকর্তা ও কৌঁসুলিদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কিশোর গ্যাংয়ের কোনো মামলা পরিচালনা না করার জন্য বিশেষভাবে অনুরোধ ও নির্দেশনা দেওয়া হলো।
তবে নির্দেশনাটিকে ‘অস্পষ্ট’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন। তিনি বলেন, ‘নির্দেশনায় আসামিপক্ষ না বাদীপক্ষ—তা স্পষ্ট নয়। তাই আমরা আশা করি, দায়িত্বশীলরা এটি স্পষ্ট করে নতুন নোটিশ দেবেন।’
এ বিষয়ে জেলা পিপি কাইমুল হক রিংকু বলেন, ‘আন্দোলনের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এখনও অনেকে পঙ্গু অবস্থায় হাসপাতালে। শুনেছি, আমাদের অনেক আইনজীবী এসব মামলায় আসামিদের পক্ষে দাঁড়াচ্ছেন, অনেক সময় আত্মীয়স্বজন হিসেবে। তাই এখন আনুষ্ঠানিকভাবে জানানো হলো।’
আমার বার্তা/এল/এমই