বর্তমান পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোক শিশির মনিরের ১০ পরামর্শ

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৮:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোকে ১০টি পরামর্শ দিয়েছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শনিবার (২৪ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেন তিনি।

শিশির মনির ফেসবুক পোস্টে লেখেন, পরিস্থিতি মোকাবিলায় করণীয় ১০টি কাজ।

কাজগুলো হলো–

১. পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বন্ধ করুন।

২. মাথা ঠান্ডা রাখুন, অযথা উত্তেজিত হবেন না।

৩. নিজের মতো সেক্রিফাইস করার মানসিকতা বৃদ্ধি করুন।

৪. অযথা খোঁচাখুঁচি করা থেকে বিরত থাকুন।

৫. পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করুন।

৬. যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু সম্মান প্রদর্শন করুন।

৭. সিনিয়রদের সম্মান দিন, জুনিয়রদের স্নেহ করুন।

৮. সন্দেহের বশবর্তী হয়ে কোনো কথা/কাজ করবেন না।

৯. সব ধরনের মব বন্ধ করুন।

১০. পজিটিভ ভূমিকা রাখুন।

ইনশাআল্লাহ দ্রুতই পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠবে।


আমার বার্তা/এল/এমই