দিল্লিতে একটি চারতলা ভবন ধস, দুইজনের মৃত্যু
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮ জন। আহতদের মধ্যে এক বছর বয়সি একটা শিশুও রয়েছে। এছাড়া আরও কয়েকজন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে ভবনটি ধসে পড়ে। এতে ভবনটিতে বসবাসকারী একটি পরিবারের ১০ জন সদস্য এবং পাশাপাশি থাকা আরও কয়েকজন ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে।
ধসের পরপরই শুরু হয় উদ্ধার অভিযান যা এখনও অব্যাহত রয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদের মৃতদেহ জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া আরও আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও যারা ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘শনিবার সকাল ৭.০৪ টার দিকে আমরা ওয়েলকাম থানায় ঈদগাহের কাছে একটি চারতলা ভবন ধসের খবর পাই। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তারা দেখতে পায় যে ভবনের তিন তলা ধসে পড়েছে।’
আমার বার্তা/এল/এমই