মামলায় কোটি কোটি টাকার গাড়ি অবহেলায় নষ্ট

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৬:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বগুড়ায় বিভিন্ন মামলায় জব্দ হয়ে বছরের পর বছর ধরে খোলা আকাশের নিচে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে গেছে যানবাহনগুলো। বেশিরভাগই আর ব্যবহার উপযোগী নেই। বগুড়ার সবগুলো থানা, ডিবি পুলিশের কার্যালয় ও পুলিশ লাইন্সের মালখানা চত্বরে ফেলে রাখা হয়েছে এসব যানবাহন।

পুলিশের তথ্য বলছে, জেলায় মাইক্রোবাস ৯টি, প্রাইভেটকার ৪৯টি, ট্রাক-পিকাপভ্যান ৫৮টি, সিএনজি চালিত অটোরিকশা ১৯টি, মোটরসাইকেল ৪১৫টি, ইজিবাইক ২৮টিসহ ৫টি ভ্যান ও ৪টি সাইকেল জব্দ আছে। 

এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মামলায়, বিভিন্ন রকমের যানবাহন জব্দ আছে ২৪৬টি। দ্রুত মামলার নিষ্পত্তি বা জব্দ মালামালগুলো নিলামের দাবি স্থানীয়দের। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বগুড়া সদর থানায় আগুনে বিভিন্ন মামলায় জব্দ থাকা ৫৬টি যানবাহন পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মাদ রায়হান বলেন, ‘যানবাহনগুলো সংরক্ষণে পুলিশের হাতে কোনো কার্যকরী ব্যবস্থা নেই। এজন্য বছরের পর বছর পড়ে থাকায় বাহনগুলো নষ্ট হয়ে যাচ্ছে৷ দ্রুত এগুলোর নিলাম সম্ভব হলে রাষ্ট্রের কাজে অর্থ ব্যয় করা সম্ভব হতো।’

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাছেদ বলেন, ‘বগুড়ায় একটি পৃথক মালখানা থাকার প্রয়োজন ছিল। কিন্তু আমরা তা দেখিনি। বিগত সরকারের আমলে যারা কাজ করে গেছেন তারা এলোমেলোভাবে কাজ করেছেন। মামলায় জব্দ যানবাহন বাইরে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে মামলার আলামত নষ্ট হচ্ছে। জেলা জজের সঙ্গে কথা বলবো যেন তারা দ্রুত ব্যবস্থা নেয়।’

আমার বার্তা/এল/এমই