পর্ন তারকা যুগলের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৬:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বান্দরবান থেকে গ্রেফতার হওয়া আলোচিত পর্ন তারকা যুগল মোহাম্মদ আজিম (২৮) ও বৃষ্টির (২৮) সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের রিমান্ডের আবেদন করে পল্টন থানা পুলিশ।
এর আগে রোববার রাতে বান্দরবান থেকে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার এ তথ্য নিশ্চিত করেন গণমাধ্যম বিভাগের পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
জানা যায়, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত ওয়েবটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। ওই পর্নো-তারকা যুগল বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।
আমার বার্তা/এল/এমই