খায়রুল হককে কেন জামিন না দেওয়ার রুল জারি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৬:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পৃথক ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৬ অক্টোবর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছেন।
দুই সপ্তাহের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় এক বছর পর গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ।
পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতি, দুর্নীতির মামলাসহ আরও ৪ মামলায় গ্রেফতার দেখানো হয় খায়রুল হককে।
আমার বার্তা/এল/এমই
