সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সাইডলাইন বৈঠকে আসিফ নজরুল ও আবদুল্লাহ বিন নাসের আবুথনাইন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে বাংলাদেশের আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইন বৈঠকে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠকে ড. আসিফ নজরুল বলেন, ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ সৌদি আরবে আসন্ন মেগা ইভেন্ট ও প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী প্রয়োজন।

নিয়োগের আগে নিয়োগকর্তার সক্ষমতা যাচাই, আগমন পূর্ব অনলাইন নিয়োগ চুক্তি, সৌদি শ্রম আইন ও সংস্কৃতি বিষয়ে নারী-পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালুর প্রস্তাব দেন তিনি।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি প্রতিনিধিদের বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং সৌদিগামী কর্মীদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র সংরক্ষণের আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশি প্রশিক্ষকদের সৌদি আরবে ভাষাগত ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশে ফিরে দক্ষ কর্মী গড়ে তোলার কথাও তুলে ধরেন তিনি।

গৃহকর্মীদের প্রশিক্ষণ মেয়াদ কমিয়ে ভিসা পাওয়ার আগে এক মাসের ও পরে সংক্ষিপ্ত প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করে আসিফ নজরুল জানান, নারী কর্মীদের আধুনিক গৃহ সরঞ্জাম ব্যবহার ও আরবি ভাষায় প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌদি ভাইস মিনিস্টার বাংলাদেশের এসব পদক্ষেপকে স্বাগত জানান।

উপদেষ্টা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের আলোকে গঠিত ওয়ার্কিং টিম এবং সর্বশেষ ফরেন অফিস কনসালটেশনসের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত টাস্কফোর্সের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, এসব টিমের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

উপদেষ্টা ৮-৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় ১৫তম যৌথ কমিশন ও ৫ম যৌথ কারিগরি কমিটির সভার বিষয়ে সৌদি পক্ষকে অবহিত করেন এবং ভাইস মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সম্মেলন চলাকালে এ বৈঠকের পাশাপাশি জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আলবক্করের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। এ বৈঠকে কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে পুরুষ কর্মী নিয়োগ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান তিনি।

ওআইসির লেবার সেন্টারের মহাপরিচালক আজার বাইরামভের সঙ্গে বৈঠকে মুসলিম দেশগুলোর শ্রমিকদের জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে আসিফ নজরুল বলেন, উন্নয়নশীল দেশগুলোতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নানা সীমাবদ্ধতা রয়েছে।

অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে আইএলওসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।


আমার বার্তা/এমই