কলকাতায় না দিয়ে ঢাকায় বদলি করা হলো শাবাব বিন আহমেদকে

প্রকাশ : ২২ মে ২০২৫, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শাবাব বিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস, দ্য হেগে মিনিস্টার পদমর্যাদার পেশাদার কূটনীতিক শাবাব বিন আহমেদকে ঢাকায় বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতায় উপ-হাইকমিশনার পদে শাবারের বদলি আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) নওরিদ শারমীন সই করা এক অফিস আদেশে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে (শাবাব বিন আহমেদ) সদর দপ্তর ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্বভার (মিনিস্টার বাংলাদেশ দূতাবাস, দ্য হেগ) ত্যাগ করে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। গত ২১ নভেম্বর আপনার অনুকূলে জারি করা বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতায় উপ-হাইকমিশনার পদে আপনার বদলি আদেশ বাতিল করা হলো।

প্রসঙ্গত, কলকাতা মিশনে যোগদানের আগে সেখানে কোরবানি বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সম্প্রতি এ বিষয়ে পেশাদার কূটনীতিক শাবাবের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে প্রচুর সমালোচনা চলছে। এমন পরিস্থিতি সরকার এ ধরনের সিদ্ধান্ত নিল।


আমার বার্তা/এমই