বিশাল ব্যবসায়ী বহর নিয়ে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী

প্রকাশ : ২২ মে ২০২৫, ১৮:৫০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আগামী ৩১ মে বিশাল ব্যবসায়ী বহর নিয়ে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার নেতৃত্বে ১৫০ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চীনা প্রতিনিধি দল ঢাকা সফরের সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি সেমিনারে অংশ নেবে এবং চীন-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠকে যোগ দেবে। পাশাপাশি তারা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় অবস্থানকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, সফরকালে একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করা হবে। যেখানে শত শত চীনা ও বাংলাদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করবেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।


আমার বার্তা/এল/এমই