বাহরাইনের মন্ত্রিপরিষদ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৮:৪৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাহরাইনের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী হামাদ বিন ফয়সাল আল মালকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

স্থানীয় সময় বুধবার (২১ মে) বাহরাইনের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২১ মে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী হামাদ বিন ফয়সাল আল মালকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি এবং বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।


আমার বার্তা/এমই