বেলারুশকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৮:৩৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ঢাকায় বেলারুশের পূর্ণাঙ্গ দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন।

বুধবার (০৯ জুলাই) বিকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো (নয়াদিল্লি-ভিত্তিক) সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ অনুরোধ জানান।

সাক্ষাতে উপদেষ্টা বলেন, ১৯৯২ সালে বাংলাদেশ-বেলারুশ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা দিন দিন বাড়ছে। বিশেষ করে বাংলাদেশ বেলারুশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ সার আমদানি করে থাকে। এই প্রেক্ষাপটে, ঢাকায় একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপন জরুরি হয়ে পড়েছে। বর্তমানে নয়াদিল্লি-ভিত্তিক দূতাবাসের কারণে ভিসা ও কনস্যুলার সেবা পেতে বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দূতাবাস স্থাপনের সম্ভাবনার বিষয়ে রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, ‘বিষয়টি অসম্ভব নয়। তবে এজন্য দুই দেশের সরকারের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। পাশাপাশি, রাষ্ট্রদূত ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর বাংলাদেশ থেকে বেলারুশে সার আমদানির অর্থ পরিশোধে জটিলতার কথা তুলে ধরেন।’

উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সব দেশের বকেয়া অর্থ পরিশোধ করেছে এবং বেলারুশের বিষয়েও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সমাধান করা হবে।’ এসময় তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বেলারুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

বৈঠকে বেলারুশের এক নাগরিকের মুক্তির বিষয়েও আলোচনা হয়। উপদেষ্টা জানান, সংশ্লিষ্ট ব্যক্তি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং মামলা উচ্চ আদালতে বিচারাধীন। সেইসঙ্গে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আদান-প্রদান বিষয়ে কোনো চুক্তি না থাকায় মুক্তি দেওয়া সম্ভব নয়। তবে বাংলাদেশ মানবিক দিক বিবেচনায় যতটা সম্ভব সহযোগিতা করবে।

বৈঠকে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, দূতাবাস স্থাপন, বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঢাকায় বেলারুশের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।


আমার বার্তা/এমই