জুলাই শহীদদের স্মরণে ৮৬৪ স্থানে ফলক নির্মাণ হবে: ফারুক-ই-আজম

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৭:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)

জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪টি স্থানে ‘মেমোরিয়াল ফলক’ স্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যেখানে শহীদরা প্রাণ দিয়েছেন, সেই স্থানেই স্থায়ী স্মৃতিচিহ্ন হিসেবে ফলক স্থাপন করা হবে। শহীদদের রক্তের ঋণ শোধ করার একটি পথ এটি। পাশাপাশি, তাদের হত্যার বিচার প্রক্রিয়াও চলমান। ক্যাঙ্গারু কোর্ট নয়, সময় নিয়ে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে স্বচ্ছ বিচার নিশ্চিত করতে চায় সরকার।

বহদ্দারহাট ও মুরাদপুর এলাকা ছিল চট্টগ্রামে জুলাই-আগস্ট ২০২৪ গণআন্দোলনের কেন্দ্রবিন্দু। এই দুটি স্থানেই সবচেয়ে বেশি শহীদের রক্ত ঝরেছে। জেলার ১৫ জন শহীদের মধ্যে শুধু এই দুই এলাকায় প্রাণ হারিয়েছেন ওয়াসিম, শান্ত, ফারুক, তানভীর, সাইমনসহ অন্তত আটজন। তাদের স্মরণে বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয় এদিন দুপুরে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নোমান হোসেন প্রমুখ।

পরে শহীদদের স্মরণে নগরের মুরাদপুর এলাকাতেও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

এরপর উপদেষ্টা ফারুক-ই-আজম নগরীর পাঁচলাইশ এলাকায় “জুলাই উদ্যান” পরিদর্শন করেন। এখানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ চলছে। পরিদর্শনকালে শহীদ পরিবারের সদস্যরা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই