চা শ্রমিক-মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন : ছবি পিআইডি

চা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং চা শিল্পের সার্বিক উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে চা শিল্পের উন্নয়ন ও কল্যাণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের নির্বাচন, মজুরি বৃদ্ধি, রেশন চালু, আবাসন ব্যবস্থার উন্নয়ন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা খরচ প্রদান, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং স্পেশালাইজড হাসপাতাল স্থাপনের বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।

উপদেষ্টা বলেন, আগামী দুর্গাপূজার আগে চা-শ্রমিকদের বোনাস প্রদান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি নারী শ্রমিকদের জন্য উন্নত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা করার জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিশনারকে নির্দেশ প্রদান করেন।

চা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিভাগীয় শ্রম অধিদফতরের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করা হবে।

সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণের জন্য অর্থ, বাণিজ্য, শিল্প, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে শীঘ্রই একটি আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনে করা হবে।

এ ছাড়া এ খাতের সমস্যা সমাধানে শ্রমিক ও মালিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনারও ব্যবস্থা করা হবে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া, টি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, চা বোর্ডের চেয়ারম্যান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই