আবরার ফাহাদ হত্যা: ৬ বছরেও কার্যকর হয়নি রায়

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর পার হলেও চূড়ান্ত বিচারপ্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। হাইকোর্টে রায়ের পরও আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়নি, বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার হয় কক্ষটির সামনের সিঁড়ি থেকে। ঘটনার পরদিনই নিহত আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে বুয়েট ছাত্রলীগের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর ২০২১ সালে বিচারিক আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। চলতি বছরের মার্চে হাইকোর্ট এই রায় বহাল রাখে। তবে এরপর কয়েকজন আসামি আপিল বিভাগে আবেদন করলেও এখনো সেখানে শুনানি শুরু হয়নি।

আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু দাবি করেন, ‘দুই রায়েই বেশ কিছু আইনি ত্রুটি রয়েছে। আপিল বিভাগে আমরা সেসব তুলে ধরব।‘ অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আপিলপত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আবরারের বাবা বরকত উল্লাহ বিচার বিলম্বে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত মামলার নিষ্পত্তি ও রায় কার্যকর হওয়া জরুরি।‘

তিনি মনে করেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা।

আবরারের স্মৃতি ধরে রাখতে বুয়েট শেরেবাংলা হল প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে ‘আবরার স্মৃতিফলক’। হল প্রশাসনের উদ্যোগে এটি নির্মাণ করা হয়, যাতে শিক্ষার্থীরা তার স্মৃতিকে সম্মান জানাতে পারে।


আমার বার্তা/জেএইচ