বিমসটেক মহাস‌চিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বিমসটেক (বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ)-এর মহাসচিব ইন্দ্র মনি পান্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

সোমবার (৮ অ‌ক্টোবর) ঢাকায় বিমসটেকের কার্যালয়ে সংস্থা‌টির মহাস‌চিবের সঙ্গে সাক্ষাৎ করে‌ন জার্মানির রাষ্ট্রদূত।

বিমসটেক জা‌নিয়েছে, বিমসটেক মহাসচিব তার কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানান। মহাসচিব রাষ্ট্রদূতকে বিমসটেকের কার্যপ্রণালী, উদ্দেশ্য এবং সদস্য নয় এমন অংশীদারদের সঙ্গে সহযোগিতাসহ আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। 

রাষ্ট্রদূত বিমসটেকের অর্জিত অগ্রগতির প্রশংসা করেন এবং আঞ্চলিক সংহতি বৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন।


আমার বার্তা/জেএইচ