জুলাই সনদ স্বাক্ষরের তারিখ ২ দিন পেছাল

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১১:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দুইদিন পেছানো হলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে বুধবারের (১৫ অক্টোবর) পরিবর্তে অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৭ অক্টোবর)।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 
 
বৈঠক শেষে কমিশন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। 

আমার বার্তা/এল/এমই