অর্থ আত্মসাতের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেপ্তার

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন।

এক্সিম ব্যাংকের বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

তিনি জানান, দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর ফিরোজ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক এমডি ফিরোজ হোসেনসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার বিবরণ অনুযায়ী, এমডি হিসেবে দায়িত্ব পালনকালে ফিরোজ হোসেন শাখা অফিসের ‘অসম্পূর্ণ’ ঋণ প্রস্তাব যাচাই-বাছাই ছাড়াই বোর্ডে অনুমোদনের সুপারিশ করেন। এছাড়া তিনি ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট ঋণ অনুমোদনেও ভূমিকা রাখেন।

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক মালিকদের সংগঠন বিএবিরও সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে আলোচনায় ছিলেন তিনি। ২০২৪ সালে ক্ষমতার পালাবদলের পর ১ অক্টোবর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।


আমার বার্তা/এমই