অক্টোবরে ৪৬৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৯: যাত্রী কল্যাণ সমিতি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৫:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গত অক্টোবর মাসে সারাদেশে ৪৬৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৯ জন, আহত হয়েছেন ১ হাজার ২৮০ জন। বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি জানিয়েছে, জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় সড়ক, রেল ও নৌপথে মোট ৫৩২টি দুর্ঘটনায় ৫২৮ জন নিহত ও ১ হাজার ৩১০ জন আহত হন।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ১২৬টি ঘটনায় ১৩০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৬ শতাংশ। দুর্ঘটনায় নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, শিক্ষার্থী, নারী ও শিশু রয়েছেন।

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সড়কের গর্ত, ফিটনেসবিহীন যান, অদক্ষ চালক, উল্টোপথে যানবাহন চলাচল ও রোড ডিভাইডার না থাকা।

যাত্রী কল্যাণ সমিতি দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক মেরামত, দক্ষ চালক তৈরির উদ্যোগ, রোড সাইন স্থাপন ও সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে।


আমার বার্তা/এমই