
জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দেওয়ার জন্য অ্যাপে নিবন্ধন করতে চার সপ্তাহ সময় পাবেন। আগামী ১৮ নভেম্বর পোস্টল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন করতে আনুষ্ঠানিকভাবে অ্যাপ উদ্বোধন করা হবে।
সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমরা ইউরোপ, আমেরিকা এমন রিজিয়ন অনুযায়ী সময় দেবো।
জানা যায়, পোস্টাল ব্যালটে প্রবাসী ছাড়া ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, কয়েদিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাদের এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এ জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত দেশে ও বিদেশে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের প্রচারণা চালানো হবে। আগামী ১৮ নভেম্বর পোস্টাল ভোট বিডি নামের অ্যাপটি চালু করবে ইসি। এরপরই তা ডাউনলোড করে নিবন্ধন করা যাবে। পোস্টাল ব্যালটে ভোটের জন্য ৩৫০ কোটি টাকা বাজেট রেখেছে ইসি।
উল্লেখ্য, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ করবে ইসি।
আমার বার্তা/এমই

