নির্বাচনে সহযোগিতা ছাড়া কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে, আর নির্বাচন কমিশনের কাজ হবে নিরপেক্ষ রেফারির মতো ভূমিকা পালন করা। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, “যদি অংশগ্রহণকারীরা কমিশনের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে এবং পুরো নির্বাচনের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”
এই মন্তব্য তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সভার শুভেচ্ছা বক্তব্যে বলেন।
তিনি উল্লেখ করেন, যদিও নির্বাচন কমিশন পোস্টার বন্ধের নির্দেশ দিয়েছে, ঢাকার বিভিন্ন জায়গায় এখনো পোস্টার দেখা যাচ্ছে। সিইসি বলেন, “কমিশনের নির্দেশ থাকলেও যদি দলগুলো স্বেচ্ছায় পোস্টার সরায়, সেটিই হবে ভদ্র আচরণের পরিচয়। আচরণবিধি লঙ্ঘন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
এছাড়া, তিনি নির্বাচন প্রক্রিয়ায় “বিশেষ পরিস্থিতি” এবং সরকারের ভিন্ন দিক থেকে আসা চাপের কথা উল্লেখ করে আরও বেশি সহযোগিতা চেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও সিইসি উদ্বেগ প্রকাশ করেন। তিনি এটিকে বড় সমস্যা বা বিপদ হিসেবে আখ্যায়িত করেন, যা নির্বাচন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আমার বার্তা/জেএইচ
