আইজিপি মামুনের সাজায় শহীদ পরিবার-আহতদের অসন্তোষ, পুনর্বিবেচনার দাবি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের পাঁচ বছরের সাজার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবার এবং আহতরা। তারা এই রায় প্রত্যাখ্যান করে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন।
তারা বলছেন, মামুনের নির্দেশনা অনুযায়ীই আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর বর্বর গণহত্যা চালিয়েছে। সেই তুলনায় ৫ বছরের সাজা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ন্যূনতম যাবজ্জীবন সাজা আশা করেছিল সবাই।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রাঙ্গণে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় আহত ও জুলাই শহীদ পরিবারগুলো এ অসন্তোষ জানান।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সেমন্তী বলেন, সাবেক আইজিপি মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ বছরের সাজা শোনানো হয়েছে। তবে এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমাদের দাবি, সে যতটুকু যা অপরাধ করেছে পাঁচ বছর কিছুই না। আমাদের যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার পাঁচ বছরের শাস্তি আমরা মানি না।
তিনি বলেন, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদের যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হবো না।
সেমন্তী আরও বলেন, আমরা যতক্ষণ পর্যন্ত না তাদের ফাঁসি দেখতে পাচ্ছি ততক্ষণ আমাদের লড়াই বন্ধ রাখবো না। আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি এই আমরা যারা এখানে আছি, আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে। এগুলো কখনো ফেরত আসবে না। কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারব যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট থাকবো না।
শহীদ মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ বলেন, ‘আমার ভাইকে রাস্তায় মেরে রক্তাক্ত করা হয়েছে। আমার ভাইয়ের রক্ত রাস্তায় পড়েছিল। আইনের কথা আমি এখন ভাবছি না। মানবিক দিক থেকে, শহীদ পরিবারগুলোর মানসিক অবস্থার দিক থেকে বিষয়টা দেখার অনুরোধ করি।’
মামুনের ৫ বছর সাজা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তার শাস্তি ফাঁসি হওয়ারই কথা ছিল। কিন্তু আমরা চাইছি যাবজ্জীবন কারাদণ্ড। রাজসাক্ষী হওয়ার কারণেই সে এক ধরনের প্রিভিলেজ পাচ্ছে— এই প্রিভিলেজই তাকে যাবজ্জীবন পর্যন্ত নামিয়ে এনেছে।’
আমার বার্তা/এমই
