বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের প্রথম ট্রানজিট ট্রায়াল রান শুরু

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৫:৩২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম আজ শনিবার (২২ নভেম্বর) থেকে শুরু করছে ভুটান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের মধ্যেই এ কার্যক্রম উদ্বোধন হয়। তিন দিনব্যাপী (২২–২৪ নভেম্বর) এ ট্রায়াল রানে চট্টগ্রাম বন্দর থেকে ১৫ টনের একটি চালান বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের করিডোর ব্যবহার করে ভুটানে পৌঁছাবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হলে দ্বিতীয় ট্রায়াল চালানো হবে। উভয়টি সফল হলে ভুটান দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ হিসেবে নিয়মিতভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের ওপর দিয়ে ৬৮৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পণ্য পরিবহন করতে পারবে।

সরকারি গেজেট অনুযায়ী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ২২–২৪ নভেম্বর বাংলাদেশ সফর করছেন এবং এ সময় তিনি ভিভিআইপি প্রটোকল পাচ্ছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে ‘এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক-ইন-ট্রানজিট’ চুক্তি ও প্রটোকল সই হয়। গত বছরের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়—পারস্পরিক সুবিধাজনক সময়ে দুটি ট্রায়াল রান সম্পন্ন হলে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

ভুটান ট্রানজিট ব্যবহারের জন্য বাংলাদেশ ফি ও চার্জের তালিকা নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে—প্রতি চালানে ডকুমেন্ট প্রসেসিং ফি ৩০ টাকা, প্রতি টনে ট্রান্সশিপমেন্ট ফি ২০ টাকা, নিরাপত্তা চার্জ ১০০ টাকা, প্রশাসনিক চার্জ ১০০ টাকা, এসকর্ট ফি প্রতি কিলোমিটারে ৮৫ টাকা এবং প্রতি কন্টেইনারে স্ক্যানিং ফি ২৫৪ টাকা। এছাড়া সড়ক টোল ও করিডোর ব্যবহারের ফি নির্ধারণ করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।


আমার বার্তা/এমই