মরক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্সের জাতীয় প্রেসক্লাব পরিদর্শন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৪৫ | অনলাইন সংস্করণ
রানা এস এম সোহেল

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্স শোয়াইব আজ জাহরী ঢাকায় অবস্থিত জাতীয় প্রেসক্লাব পরিদর্শন করেছেন।
মরক্কোর কোনো কূটনীতিকের এটাই প্রথম জাতীয় প্রেসক্লাব পরিদর্শন।
রবিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার আমন্ত্রণে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি মিলিত হন। উক্ত সাক্ষাতে সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের আলোচনায় মরক্কো-বাংলাদেশের মধ্যে সুদীর্ঘ সম্পর্কের কথা উঠে আসে। দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দুই দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতাদের মধ্যে তথ্য বিনিময় ও ভ্রমণ সংক্রান্ত আলোচনা হয়।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাদের আত্মত্যাগের কথা অতিথির কাছে তুলে ধরেন।
সবশেষে মরক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্স জাতীয় প্রেসক্লাব এর লাইব্রেরি,মিডিয়া সেন্টার,লাউঞ্জ এবং মনোরম লন পরিদর্শন করেন। এসময় সেখানে উপস্থিত সিনিয়র সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। তাদের আলোচনায় মরক্কোর ঐতিহাসিক স্থান ও সেখানকার বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে মরক্কোর প্রখ্যাত পর্যটক ইবনে বতুতার কথা উঠে আসে।
আমার বার্তা/জেএইচ
