
বাংলাদেশে সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তরায় সরকারি কর্মকর্তা বা আমলাতন্ত্র বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, সবগুলো সংস্কার কমিশন থেকেই আশু বাস্তবায়নযোগ্য কিছু সুপারিশ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু কিছুই বাস্তবায়ন করা হয়নি। তাহলে শুধু রাজনৈতিক শক্তিকে দায় দিয়ে কি লাভ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষ্যে ধানমন্ডিতে মাইডাস ভবনের টিআইবি কার্যালয়ে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা ছিল যে, তারা নিজেদের উদ্যোগে বাস্তবায়ন করবে। নিজেদের সিদ্ধান্ত নিতে সেখানে কোথায় প্রতিবন্ধকতা? আমরা সবসময় বলে আসছি, দেশের প্রতিটা মানুষ সংস্কার চায়। কিন্তু যারা সংস্কার চায় তাদের ভেতরে যে প্রতিরোধমূলক শক্তি আছে সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে চাইনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বা প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে তথ্য মন্ত্রণালয়। এই বাস্তবায়ন বা ভূমিকাটা আসলে কারা নেবেন? সেটা কারা জানেন? সরকারি কর্মকর্তা বা আমলাতন্ত্র। আমলাতন্ত্র হচ্ছে বাংলাদেশের সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তত।
আমার বার্তা/এমই

