সিইসির তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড বিকেল চারটায়: ইসি আখতার

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্বাচনের তফসির সংক্রান্ত ভাষণ আজ বুধবার বিকেল ৪টায় রেকর্ড করা হবে। এরপর সেই ভাষণ জনসাধারণের উদ্দেশ্যে কখন প্রচার করা হবে তা নির্ধারণ করবে কমিশন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয় নাসির উদ্দিনের কমিশন। 

রেওয়াজ অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়ে থাকে। এরপর সিইসি বিটিভি ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, তফসিল ঘোষণার এখন শুধু সময়ের অপেক্ষা। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। সেদিনই সিইসির ভাষণ রেকর্ড হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল; পরে তা প্রচার করা হবে।

এর আগেও ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার।


আমার বার্তা/এমই