দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় প্রার্থিতা হারালেন বিএনপির গফুর
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের তথ্য গোপন করায় কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল হয়েছে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবন মিলনায়তনে আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আবদুল গফুরের মনোনয়নপত্র বৈধ করেছিলেন।
বিএনপির মনোনয়ন বোর্ডের বৈঠকে আবদুল গফুর ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু আবদুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিকত্বের কোনো তথ্য ইসিতে জমা দেননি। যে কারণে প্রার্থিতা হারালেন আবদুল গফুর। আজ আপিলের দিন এই বিএনপি প্রার্থীর পক্ষে কেউ উপস্থিত হননি।
বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনি হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এর আগে রোববার আপিল শুনানির শেষ দিনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। ঋণখেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।
আমার বার্তা/এমই
