আইন উপদেষ্টার উদ্যোগে আট জেলায় চালু ই-বেইলবন্ড
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে দেশের আটটি জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড সেবা। এর ফলে জামিনপ্রাপ্ত আসামিদের মুক্তি প্রক্রিয়া এখন আগের তুলনায় অনেক সহজ ও সময়সাশ্রয়ী হবে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে এই নতুন সেবার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতেই এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় অনলাইনের মাধ্যমে জামিননামা দাখিল করা যাবে। ফলে জামিন মঞ্জুর হওয়ার পর এক ঘণ্টার মধ্যেই আসামিকে মুক্তি দেওয়া সম্ভব হবে। আগে যেখানে একটি জামিন কার্যকর করতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, সেখানে এখন পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। এতে অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ, অতিরিক্ত খরচ ও সময়ক্ষেপণ অনেকটাই কমে আসবে।
ই-বেইলবন্ড ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো স্বচ্ছতা। ডিজিটাল সিস্টেমে কে কখন কোন পর্যায়ে স্বাক্ষর দিয়েছেন-তার পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষিত থাকবে। এতে করে ইচ্ছাকৃতভাবে জামিন কার্যক্রম বিলম্বিত করার সুযোগ থাকবে না।
আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রচলিত কাগজভিত্তিক জামিননামার পরিবর্তে ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় আইনজীবী, আদালত ও কারা প্রশাসন-সব পক্ষই উপকৃত হবে।
উল্লেখ্য, প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয় এবং তা সফলভাবে কার্যকর রয়েছে। এর ধারাবাহিকতায় এবার মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর-এই আটটি জেলায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হলো।
সংশ্লিষ্টরা আশা করছেন, পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা চালু হলে বিচারপ্রক্রিয়ায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
