নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সাধারণ মানুষকে এ বিষয়ে আরও সচেতন করতে জোরালো ভূমিকাও পালন করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের সামনে গোলচত্বরে নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মো. সরোয়ার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ, ট্রাফিকের উত্তরা বিভাগের উপ-কমিশনার আনোয়ার সাঈদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিজওয়ানা হাসান বলেন, যেকোনও মূল্যে বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে। পাশাপাশি নীরব এলাকা প্রতিষ্ঠিত করতে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম আরও জোরালো করা হবে।
এদিকে অভিযানের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম দুটি গাড়িকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। পাশাপাশি অনেক চালককে সতর্ক করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, শব্দ দূষণের ব্যাপারে আমরা আগে থেকেই সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। আজ থেকে অ্যাকশন শুরু হলো।
আমার বার্তা/জেইচ
