গণজাগরণকে ব্যর্থ করার জন্য সংখ্যালঘুদের ওপর হামলার নাটক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১২:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা একটা ফেইক প্রপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে ব্যর্থ প্রমাণ করার জন্য ও নতুন সরকারকে ব্যর্থ করার জন্য তারা মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবেনা।

সোমবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন।

আরাফাত কোকোর কবরে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, গণ আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি ও শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত তহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ততা ছিলোনাম তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। তিনি জীবদ্দশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকের এইদিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

মির্জা ফখরুল বলেন, আজকে নতুন যে অন্তবর্তীকালীন সরকার সফল হবে বাংলাদেশের ক্রীড়া আঙ্গনকে আন্তর্জাতিক মহলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই বর্তমান যে অন্তবর্তীকালীন সরকার রয়েছে তাদের অনুরোধ অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার জন্য। এবং সমস্ত বিপদ কাটিয়ে সত্যিকারের অর্থ একটি মুক্ত বাংলাদেশ তৈরি করবে। সেই সাথে যথ তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার গঠন হবে।

শেখ হাসিনা বলেছেন সেন্টমার্টিন আমেরিকা দেয় নাই বলে ক্ষমতা ছাড়তে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাকোয়াজ নিজে যখন ব্যর্থ হয় তখন অন্য ঘাড়ে দোষ চাপিয়ে দেয় এটা তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে।

দেশকে আশঙ্কা মুক্ত করার জন্য সবাইকে সজাগ থেকে রাস্তায় নামতে হবে। জনগণের কাছে এই হচ্ছে আমার প্রত্যাশা বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।