নিজাম উদ্দিনের খোঁজ নেওয়ার জন্য তারেক রহমানের নির্দেশ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না বলে প্রতিজ্ঞা করা নিজাম উদ্দিনের খোঁজখবর নেওয়ার জন্য একটি প্রতিনিধি দলকে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। নিজাম উদ্দিন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই থেকেই প্রতিজ্ঞা করেন ভাত খাবেন না। তারপর থেকেই দীর্ঘ ১১-১২ বছর ধরে ভাত খান না নিজাম উদ্দিন।
গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নিজাম উদ্দিন। পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নিজাম উদ্দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে নিজাম উদ্দিনের অসুস্থতার খবর জানার পর বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধি দলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ওই নির্দেশনা অনুযায়ী বুধবার নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে আসবেন।
আমার বার্তা/এল/এমই