তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে: ফখরুল
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে; সেগুলো শক্তিশালী করা হবে। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি হলো সেই রাজনীতিক দল যে আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফাকে কেন্দ্র করে বেগম জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। ফ্যাসিস্ট ব্যবস্থায় বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে। সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য, দেশের সকল রাজনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি।
বেলা ১১টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, সংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ অন্যান্য অতিথিরা।
কাউন্সিলের কার্যক্রম চলমান রয়েছে। দুপুরের পরে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বিবার্ষিক সম্মেলনে ভোটার রয়েছেন ৮০০ আট জন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।
আমার বার্তা/জেএইচ