
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা ও জনসংযোগে নেমেছে রংপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন পীরগাছা ও কাউনিয়া উপজেলায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমরা নির্বাচিত হলে সরকারি বরাদ্দের হিসাব বড় করে বিলবোর্ডে লেখা থাকবে, এক পয়সার দুর্নীতি করতে দিব না।
শনিবার (১ নভেম্বর) দুপুরে পীরগাছা উপজেলা তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক করেন আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহান আল্লাহতালা যদি আমাকে সম্মান দেন, আপনারা আমাকে নির্বাচিত করলে, এই আসনের দুই উপজেলাসহ প্রত্যেকটি ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করা হবে।’
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় বড়-বড় সাইনবোর্ড টাঙ্গিয়ে দিবো। ওই বোর্ডে লেখা থাকবে কোন এলাকার কোন মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং কোন স্কুলে কত টাকা বরাদ্দ আসছে, স্পষ্ট ভাষায় সংখ্যায় সংখ্যায় তা লেখা থাকবে। আর এক পয়সা দুর্নীতি করার সুযোগ আমরা দিব না।
আখতার হোসেন বলেন, ‘আমরা সরকারি প্রত্যেকটা বরাদ্দের হিসাব জনগণের কাছে উন্মুক্ত রাখতে চাই। কারণ দেশের মালিক এই দেশের জনগণ। দেশের জনগণ প্রত্যেকটা ধূলি কণার হিসাব পাবার যোগ্য।’
এ সময় বৃষ্টি উপেক্ষা করে তার বক্তব্য শুনতে হাজারও জনতা উপস্থিত হন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পীরগাছা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী মাহাবুর রহমান মিঠু, শরীফ উদ্দিন ও হাবিবসহ তাম্বুলপুর ইউনিয়ন এনসিপির কর্মী-সমর্থকরা।
আমার বার্তা/এল/এমই

