আ.লীগকে আর এদেশের মানুষ ক্ষমা করবে না: মির্জা ফখরুল
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৬:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদেরকে আর এই দেশের মানুষ ক্ষমা করবে না। ভারতে বসে এদেশে সন্ত্রাসী দিয়ে গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে, আর বাংলাদেশে ফিরে আসবে? তাদেরকে আমরা আসতে দিতে পারি না। সাহস থাকলে আসো, জনগণের সামনে আসো। খালেদা জিয়া জেলে ছিল ৬ বছর। আপনি (শেখ হাসিনা) আসেন, জেলে থাকেন সাত-আট বছর।’
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের ‘কেকে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয়’ মাঠে বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সুযোগ বার বার আসে না। এবার সুযোগ এসেছে, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার নির্বাচিত করতে হবে। নির্বাচন পেছানোর সুযোগ নেই। এবার নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
মির্জা ফখরুল বলেন, জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকে দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় একটাও এনসিপি নাই। সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চাই, জনগণ পিআর বোঝে না।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, যেসব বিষয়ে একমত হয়েছি। সেগুলোর দায় নেব, অন্যকিছুর দায় নেব না।
মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচিত হলে বিচার ব্যবস্থাকে স্থায়ীভাবে স্বাধীন করবে। যেন বিচার বিভাগ সব সময় স্বাধীনভাবে চলতে পারে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি এই কাজটি করবে।
এ সময় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।
আমার বার্তা/এমই
