বিএনপি বহিষ্কারাদেশ প্রত্যাহার: ২৮ নেতার পদ পুনর্বহাল
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৪২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নানা সময় বহিষ্কৃত বা পদ স্থগিত হওয়া দেশের বিভিন্ন জেলার ২৮ নেতার বিরুদ্ধে গৃহীত সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা পুনর্বহাল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মহানগরসহ দেশের ১০টিরও বেশি জেলার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কাউন্সিলর পদধারী এবং বিভিন্ন ইউনিটের নেতা কর্মী মোট ২৮ জনের বহিষ্কারাদেশ বা পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ, সাবেক অর্থ সম্পাদক মো. ছবদের হাসান, সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রশিদ খান শিপুসহ একাধিক নেতা—যাদের বিরুদ্ধে পূর্বে দলীয় সিদ্ধান্তে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এখন পুনরায় দলের কার্যক্রমে যুক্ত হতে পারবেন।
গাজীপুরের পাশাপাশি বরিশালের বাকেরগঞ্জ, দিনাজপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ ও ছাতক উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারাও একই সিদ্ধান্তের আওতায় এসেছেন।
এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসানের স্বেচ্ছায় দাখিল করা পদত্যাগপত্রও পুনর্বিবেচনার পর বাতিল করা হয়েছে। এর ফলে তিনি দলের সদস্য হিসেবে আগের অবস্থানে ফিরে গেলেন।
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)-এর বিরুদ্ধে পূর্বে আরোপিত স্থগিতাদেশও তুলে নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তিনি তার পূর্বের পদে বহাল থাকবেন।
বিএনপি বলেছে, নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংগঠনের উচ্চপর্যায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্বহাল প্রাপ্ত নেতাদের ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক আদর্শে অটল থাকার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
