দিনের ভোট রাতে করতে ৮ হাজার কোটি টাকা ব্যয় করেছে আ.লীগ: রিজভী

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১৮:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দিনের ভোট রাতে পরিচালনার উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার ৮ হাজার কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে ৩ হাজার কোটি টাকা পুলিশ ও প্রশাসনের একটি অংশকে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ খোকন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত দিনব্যাপী সেবামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, বিরোধী দলের ওপর দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতন, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের কারণে আওয়ামী লীগ সরকারের পতন আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষের কাছে বগুড়া একটি বিশেষ আবেগের স্থান, কারণ এখানেই জন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তারেক রহমান আজ মানবতার সেবায় দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষের খোঁজ রাখছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী মানবিক কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি। 

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটাসহ বড় আয়োজন না করে সেদিন বিভিন্ন সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, হৃদরোগীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আমার বার্তা/এমই