দেশি উদ্যোক্তাদের গুরুত্ব দিয়ে নতুন টেলিকম নীতি প্রণয়নের আহ্বান

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশি উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে নতুন টেলিকম নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, বেস্ট, ফাস্ট ও সুরক্ষিত নেটওয়ার্ক গড়ে তুলতে স্পেকট্রাম বরাদ্দ থেকে ব্রডব্যান্ড সম্প্রসারণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

শনিবার (২২ নভেম্বর) ঢাকার একটি হোটেলে টেলিকম অ্যাড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, বেস্ট, ফাস্ট ও সুরক্ষিত নেটওয়ার্ক গড়ে তুলতে নতুন টেলিকম নীতিমালায় স্পেকট্রাম ও ব্রডব্যান্ড বিকাশে দেশি–বিদেশি উদ্যোক্তাদের মধ্যে কোনও ধরনের বৈষম্য রাখা যাবে না। অনির্বাচিত সরকার যে নীতিমালাই করুক না কেন, নির্বাচিত সরকার এলে টেলিকমসহ সব নীতিমালা পুনর্বিবেচনা করা হবে।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত ১৪–১৫ বছরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্বাধীনতা নষ্ট করে টেলিকম খাতকে ধ্বংস করা হয়েছে। দেশের আইসিটি ও টেলিকম শিল্পে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি। দেশীয় বিনিয়োগ, কর্মসংস্থান এবং সাইবার সুরক্ষা নিশ্চিত করতে হলে নীতিমালা প্রণয়নের সময় দেশি উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে হবে। সুষ্ঠু প্রতিযোগিতা ও নিরাপদ প্রযুক্তি পরিবেশ ছাড়া ডিজিটাল সেক্টরের স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

টিআরএনবি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন টিআরএনবির বর্তমান সভাপতি সমীর কুমার দে। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জাহির উদ্দিন স্বপন, মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, সাংবাদিক মাসুদ কামাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, টেলিকম নীতি গবেষক আবু নাজাম তানভীর, ইন্টারনেট এবং নেটওয়ার্ক প্রকৌশলী সুমন আহমেদ সাবির।


আমার বার্তা/এমই