
খুলনার কয়রায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা কামনায় আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল এবং ওলামা দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুল। পরিচালনা করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা এম এ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান, সরদার মতিউর রহমান, আব্দুর রহিম সানা, আব্দুস সামাদ, শেখ সালাউদ্দীন লিটন, সিরাজুল ইসলাম, কোহিনুর আলাম, শেখ আব্দুর রশীদ, জি এম রফিকুল ইসলাম, নুর ইসলাম খোকন, খুলনা জেলা যুবদল নেতা বশীর আহমেদ শাহীন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম, সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, যুবদল নেতা ইছানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল হক ও হাফিজুর রহমান; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব ডি এম হেলাল উদ্দীন; কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল, আবু সাইদ মালি; জাসাস নেতা জামাল ফারুক; খুলনা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলান গোলাম মোস্তফা।
ছাত্রদলের নেতৃত্বে উপস্থিত ছিলেন আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান ও আলমগীর হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য ভূমিকা পালন করেছেন। তাঁর সুস্থতা পুরো জাতির প্রত্যাশা। তাই দেশের জনগণ তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও স্থায়ী সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উত্তর বেদকাশী আছিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ শেখ মো. আবুল কাশেম। তিনি দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও দোয়া করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার আলো জ্বালাবে। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

