গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তার শাশুড়ি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টা নাগাদ তাকে বিমানবন্দরে বরণ করা হয়।

এর আগে ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে নেমে প্রথমে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে করমর্দন করেন তারেক রহমান।
এরপর লাউঞ্জে যাওয়ার পর ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন তার শাশুড়ি। এসময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান সঙ্গে ছিলেন।

দেশের আকাশে ঢোকার পর তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানেই লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’

তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে স্বাগত জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের শীর্ষস্থানীয় নেতারা।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকাল থেকেই বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হতে শুরু করেন। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

উল্লেখ্য, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।


আমার বার্তা/জেএইচ