হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:১২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন সামনে রেখে তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, নুরুল হক নুর পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা।
হলফনামা অনুযায়ী নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমানো অর্থের পরিমাণ ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা। কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা।
ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আমানতের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা। নুরের নামে কৃষি জমি রয়েছে প্রায় ৮২ ডেসিমাল, যার অর্জনকালীন মূল্য ৬২ হাজার টাকা। এছাড়া তার নামে পাওনাদারের কাছে দেনা রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা।
হলফনামায় তার স্ত্রী মারিয়া আক্তারের পেশা শিক্ষকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ৩০ হাজার ৯৪১ টাকা এবং ব্যাংকে জমানো অর্থ রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা।
মামলা সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন আদালতে নুরুল হক নুরের বিরুদ্ধে বর্তমানে ৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটিতে তিনি এজাহারভুক্ত ও অভিযুক্ত। এছাড়া ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
পারিবারিক তথ্য অনুযায়ী, নুরুল হক নুরের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার বাবা-মা এবং ভাই-বোনও তার ওপর নির্ভরশীল বলে হলফনামায় উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, নুরুল হক নুর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।
